আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

আজ রাতেই চূড়ান্ত হচ্ছে পাকিস্তানের নতুন মন্ত্রিসভা

শেহবাজ শরিফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর আজ মঙ্গলবার (১২ এপ্রিল) রাতেই চূড়ান্ত হতে পারে দেশটির নতুন মন্ত্রিসভা। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মঙ্গলবার ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করবেন। রাতে তিনি তাদের নাম ঘোষণা করবেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) নেতা রানা সানাউল্লাহ নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। তথ্যমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন মরিয়ম আওরঙ্গজেব।
গত সপ্তাহে সম্মিলিত বিরোধী দলগুলোর এক বৈঠকে সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপি-র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারিও রানা সানাউল্লাহকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সম্বোধন করেছিলেন।
এর আগে সূত্র জানিয়েছিল, নতুন মন্ত্রিসভায় পিএমএল-এন-এর ১২ জন সদস্য থাকবে। পিপিপিকে সাতটি এবং জেইউআই-এফকে চারটি মন্ত্রণালয় দেওয়া হবে। এছাড়া এমকিউএম-পি দুইটি এবং এএনপি, জেডব্লিউপি এবং বিএপি একটি করে মন্ত্রণালয় পাবে।
পিএমএল-এন-এর খাজা আসিফ, সাদ রফিক, খুররম দস্তগীর, আহসান ইকবাল, মরিয়ম আওরঙ্গজেব, শায়েস্তা পারভেজ মালিক, রানা সানাউল্লাহ এবং মুর্তজা জাভেদ মন্ত্রিসভায় যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সিনেট নেতা হিসেবে আজম নাজির তারারের নাম বিবেচনাধীন রয়েছে। পিপিপি সিনেট থেকে শেরি রেহমান বা মোস্তফা নওয়াজ খোখারকে মন্ত্রিত্ব দেবে।
পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন। অন্যদিকে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শাজিয়া মারির নামও বিবেচনাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :