আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

এমন পুরস্কার প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক : মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার নতুন দলে মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে টেছেনে দিল্লি ক্যাপিটালস। নতুন ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে এ পর্ন্ত ৩টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। দিল্লির জার্সিতে নিজের প্রথম ম্যাচেই নজর কাড়েন তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। যদিও ম্যাচটি জিততে পারেনি দিল্লি। শেষ দুই ম্যাচে উইকেট না পেলেও ইকোনমি ধরে রেখে বল করেছেন। দলের প্রত্যাশা অনুযায়ী রান আটকানোর কাজটা ঠিকঠাকই করে যাচ্ছেন মুস্তাফিজ।

প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলের সেরা পারফর্মার নির্বাচিত হন মুস্তাফিজ। দিল্লির ড্রেসিংরুমে সতীর্থদের সামনে তাকে ম্যাচ সেরা ঘোষণা করেন দলটির হেড কোচ রিকি পন্টিং। এজন্য পন্টিং নিজ হাতে পুরস্কৃত করেন মুস্তাফিজকে। পুরস্কার পেতে কার না ভালো লাগে? সেটি আবার যদি হয় গ্রেট কোনো মানুষের কাছে থেকে, তাহলে তো তৃপ্তি বেড়ে যায় বহুগুণ। পন্টিংয়ের হাত থেকে পুরস্কার নেওয়া অনুপ্রাণিত করেছে মুস্তাফিজকে।

দিল্লি ক্যাপিটালসকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজ বলেছেন, ‘এটা শুধু আমার জন্য না প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি আর জিতি, আপনি যদি ভালো পারফর্ম করেন…। ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বা যে যেদিন ভালো করছে সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, এটা আমার মনে হয় খুবই ভালো।’

তিন ম্যাচ খেলেই মুস্তাফিজ মুগ্ধ করেছেন দিল্লির কোচিং স্টাফের সদস্যদের। তবে আবেগে ভেসে যেতে চান না মুস্তাফিজ, ‘ভালোর তো আসলে শেষ নেই। সবসময় খেলতে নামলে আমি চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার। এখানে অনেকের সঙ্গে আমি কমবেশি খেলাধুলা করেছি। এক সঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন, কিংবা আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।’

আইপিএলে ভালো করতে বাংলাদেশি সমর্থমদের কাছে দোয়া প্রার্থনা করেন মুস্তাফিজ, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি যেন আরো ভালো খেলা উপহার দিতে পারি। আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন। আরো ভালো খেলা যেন আমরা উপহার দিতে পারি। আমরা দুইটা জিতেছি এবং দুইটা হেরেছে। আমাদের ভারসম্য খুবই ভালো। ব্যাটিং বলেন আর বোলিং বলেন, ভালো খেলোয়াড় আমাদের দলে আছে। আমাদের খুব একটা ভারসম্যপূর্ণ দল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :