স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে ফাতেমা নামে পাঁচমাসের শিশুকে চুরি করে ড্রেনে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১০ টায় বজ্রযোগিনী ইউনিয়নের নাহাপাড়া এলাকায় এ ঘটে। নাহাপাড়া এলাকার সাকিব খান দিপুর কন্যা শিশু ফাতেমাকে গৃহকর্মির কাছে রেখে শিশুটির মা ঘরের বাইরে কাজ করছিল। বাসায় আর কেউ না থাকায় বাড়ির গৃহকর্মি সুরমা (১৪) বাচ্চাটাকে মুখ বেধে বাড়ি পাশে মুরগী ঘরের ড্রেনে ফেলে রাখে।গৃহকর্মি সুরমা এ বাড়িতে তিন বছর যাবৎ কাজ করছিল। ঘরে এসে শিশুটির মা বাচ্চাকে দেখতে পায়নি। পরে অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা মুরগী পালনের ঘরের ড্রেন থেকে শিশু ফাতেমাকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করে। বর্তমানে ফাতেমা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
ফাতেমার মা সুমি আক্তার ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, সুরমা নামে এ গৃহকর্মি তিন বছর যাবৎ আমাদের বাসায় কাজ করছিল। তার বাবার বাড়ি ময়মনসিংহ জেলায়।
সে এমন নেক্কারজনক কাজ করবে আমরা ভাবতেও পারিনি। আমার মেয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এদিকে এ ঘটনার সাথে জড়িত গৃহকর্মি সুরমাকে স্থানীয়রা আটক করে তার পরিবারকে খবর দিয়েছে। এমন নেক্কারজনক ঘটনায় নাহাপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছবি: সংগৃহীত
Leave a Reply