আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উপজেলার ঘোড়দৌড় বাজার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সরকারি লৌহজং কলেজে গিয়ে শেষ হয়।
এ দিকে আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা পাজামা-পাঞ্জাবি, গামছা এবং নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে সেজেছেন। প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা দেশীয় পোশাকে সেজে নানা উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর প্রমুখ।
শোভাযাত্রা শেষে সরকারি লৌহজং কলেজ কর্তৃক আয়োজিত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#
Leave a Reply