আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মো. শওকত হোসেন:
 “নব আনন্দে জাগো আ‌জি নব র‌বি কির‌ণে, শুভ্র সুন্দর প্রী‌তি উজ্জ্বল নির্মল জীবনে”
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব “বাংলা নববর্ষ-১৪২৯” উদযাপিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে দুইবছর পর, উপজেলায় এবার বর্ণিল আয়োজনে পান্তা-ইলিশ ছাড়াই এক অন্য বাংলা নববর্ষ-১৪২৯ উদযাপন করেছেন উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে দিনটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্য এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি উপজেলার ঘোড়দৌড় বাজার গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সরকারি লৌহজং কলেজে গিয়ে শেষ হয়।

এ দিকে আনন্দ উদযাপনে ঐতিহ্যবাহী পোশাক পরে বের হয়েছেন সর্বস্তরের মানুষ। পুরুষরা পাজামা-পাঞ্জাবি, গামছা এবং নারীরা শাড়ি আর উজ্জ্বল পোশাকে সেজেছেন। প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা দেশীয় পোশাকে সেজে নানা উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, লৌহজং থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর প্রমুখ।

শোভাযাত্রা শেষে সরকারি লৌহজং কলেজ কর্তৃক আয়োজিত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :