আজ ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

সিরাজদিখানে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন

সালাহউদ্দিন সালমান।
এসো হে বৈশাখ, এসো এসো, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, মানুষের লাগি ঢেলে দিয়ে যাব-মানুষের প্রাণ- এমনি নানা শ্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনে বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলা ইউএনও পার্কে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।এছাড়া পার্কে বর্ণিল সাজে সজ্জিত নানা অস্থায়ী দোকান। সেখানে পোশাক, গয়না, বাংলা সংস্কৃতিকে তুলে ধরে এমন শিল্পকর্ম শোভা পাচ্ছিলো।

সিরাজদিখান উপজেলা প্রশাসন আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ এবং উপজেলা শিল্পকলা,অগ্নিবীনা শিল্পী গোষ্ঠী, উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ।এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, সরকারি ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, থানা ভারপ্রাপ্ত ওসি আজগর হোসেন, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম বাবুল,সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক সালাহউদ্দিন সালমান,উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা গণস্বাস্থ্য উপ-প্রকৌশলী আক্তার হোসেন অগ্নিবীনা ললিত কলা একাডেমির সভাপতি মোঃ আমিন প্রমুখ।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :