আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

টঙ্গীবাড়ীতে বণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ

টঙ্গীবাড়ীতে বণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নববর্ষের ১৪২৯ সনের বর্ষবরণ উদযাপন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশুপার্ক প্রাঙ্গনে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় রঙ-বেরঙের পোশাকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহণ করে। বাঙ্গালীর হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিভিন্ন ধরণের প্রদর্শনী ও শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলে। মঙ্গল শোভাযাত্রা শেষে শিশুপার্ক মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুই দিন ব্যাপী লোকজ মোলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, আ: রউফ মোল্লা, উপজেলা সাবেক চেয়ারম্যান ইঞ্জি: কাজী আব্দুল ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম সোহাগ, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক কবির হালদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এড. নাছিমা আক্তার, কমিউনিটি পুলিশিং ফোরামের উপজেলা সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি। এসময় সেখানে উপিস্থত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বাচ্চু বেপারী, বীর মুক্তিযোদ্ধা এমএ শাহ জাহান, ইউপি চেয়ারম্যান আ. রহিম মিয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খালেদা পারভীন, প্রাথমিক কর্মকর্তা আনজু মান আরা বেগম, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, পল্লি বিদ্যুৎ ডিজিএম মো: হযরত আলী, উপজেলা বিআরডিসি কর্মকর্তা মোহাম্মদ আলী, একাডেমী সুপার মো: হান্নান, সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ন কবির, আল মামুন, সমাজসেবক স্বপন মাঝি, আ. গনি মিয়া, সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :