স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় মিরকাদিমে ঐতিহাসিক ‘১৭ এপ্রিল মুজিবনগর দিবস’ পালিত হয়েছে। রবিবার বিকালে মিরকাদিম পৌর আ.লীগের উদ্যোগে এনায়েতনগর মাঠ সংলগ্নে আলোচনা সভা,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
এতে পৌর আ.লীগের সভাপতি ওয়াহিদুজ্জামান বাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরকাদিম পৌর মেয়র আব্দুস ছালাম।
এসময় পৌর আ.লীগ নেতা ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রহিম বাদশার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল জলিল মাদবর, কাউন্সিলর আওলাদ হোসেন,কাউন্সিলর সোহেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আসমা আক্তার স্বেচ্ছাসেবক লীগ নেত্রী শিউলি শবনম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: সেকান্দর, সাধারণ সম্পাদক জনি ও যুবলীগ নেতা অন্তর আমিন সহ অন্যরা।
Leave a Reply