-
- লৌহজং
- লৌহজংয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল ও নগদ অর্থ বিতরণ
- আপডেট : এপ্রিল ১৯, ২০২২ at ১০:৫৩ অপরাহ্ণ
- 80 বার পঠিত
মো. শওকত হোসেন: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাঁওদিয়া ইউনিয়ন পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ।
এ সময় উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ডধারী অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ ১৭০টি পরিবারের মধ্যে ১০ কেজি চাল এবং চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ফকিরের উদ্যোগে ৪৫০ জনকে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
গাঁওদিয়া ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম ফকিরের সভাপতিত্বে,বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, গাঁওদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম আজিজুর রহমান, যুবলীগ নেতা শেখ আয়নাল হাসান, ৪নং ওয়ার্ড মেম্বার মো. মোশারফ হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার তোবারক ঢালীসহ অন্যান্য ওয়ার্ড মেম্বারগণ।#
Leave a Reply