আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

কালবৈশাখী ঝড়ে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ২ ঘন্টা পর নৌ-যান চলাচল স্বাভাবিক

মো. শওকত হোসেন: কালবৈশাখী ঝড়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ-স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়। ঝড় থেমে যাওয়ায় পর সকাল ৯টা থেকে নৌযান চলাচল শুরু হয়। শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ৮৬টি লঞ্চ ও ১৫০টি স্পিডবোট রয়েছে।
আজ বুধবার সকালে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে বাতাসের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৭টার দিকে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বুধবার বিআইডব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দর কর্তৃপক্ষ।

এ দিকে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বুধবার ভোরের দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে কিছু সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এখন ফেরি চলাচল সচল রয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :