স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সদর উপজেলায় ১ মাদক সেবনকারীকে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ভূঁইয়া জানান, মঙ্গলবার রাত পৌনে ৮ টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. কামরুল হাসান মারুফ এর উপস্থিতিতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনার সময় উপজেলার রিকাবী বাজার মুক্তারপুর,লঞ্চঘাট এবং শহীদ মিনারের আশপাশ এলাকায় অভিযান পরিচালনা করে বাঘাই কান্দি এলাকার মো. গোলাম মোস্তফার ছেলে মুশফিক রহমানকে (১৮), গাঁজাসহ সেবনরত অবস্থায় আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।#
Leave a Reply