স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগরে কালবৈশাখী ঝড়ে নবনির্বাচিত এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার (২০ এপ্রিল) উপজেলার আড়িয়াল বিলে নিজের ধান ক্ষেত দেখা শুনার জন্য বেরহলে কালবৈশাখী ঝড়ে আটকা পরে হার্ট এ্যাটাকে মৃত্যু হয়েছে বলে যানাযায়। স্থানিয়রা ও স্বজনরা জানায়, বাড়ৈখালি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের (মদনখালি) নবনির্বাচিত মেম্বার সালাউদ্দিন দুলাল প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষ করে বিলে নিজেদের ধানের জমি দেখাশোনার উদ্দ্যশ্যে বের হয়েছিলেন। তিনি যাওয়ার পরেই শুরু হয় কাল বৈশাখী ঝড়। তার গ্রামের একজন দুলাল মেম্বারকে ধান ক্ষেতের পাশে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে তার বাড়িতে ফোন দেন। স্বজনরা এসে তাকে দ্রুত পার্শ্ববর্তী নবাবগঞ্জের একটি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারনা করা হয়েছে ঝড়ের বিজলি চমকানোর শব্দে হয়তো হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
মৃত সালাউদ্দিন দুলাল দীর্ঘ সময় সৌদি আরব প্রবাসী ছিলেন। ২ বছর যাবত দেশে এসেছেন। সাম্প্রতিক ইউপি নির্বাচনে তিনি উপজেলার বাড়ৈখালি ইউনিয়ন ৪নং ওয়ার্ডে ইউপি নির্বাচনে বিপুল ভোটে মেম্বার পদে জয়ী হন। এলাকায় তার বেশ সুনাম ছিল, তার বাবার নাম মরহুম হোসেইন বেপারী। বুধবার বাদ যহুর মরহুমের জানাজা শেষে দক্ষিণ মদনখালি কেন্দ্রীয় কবরস্থান দাফন করা হয়েছে। দুলাল মেম্বারের মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।#
Leave a Reply