স্টাফ রিপোর্টার: মিরকাদিমে নবোদয় সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর এলাকার রিকাবী বাজার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার ক্লাব প্রাঙ্গণে শারিরিক প্রতিবন্ধী,স্বামী পরিত্যক্তা সহ অবহেলিত ২৫০ জন সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস ছালাম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবোদয় সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি আনোয়ার হোসেন মুক্তার,সাধারণ সম্পাদক ম. মনিরুজ্জামান শরীফ,অর্থ সম্পাদক আলমগীর দেওয়ান সৌরভ,সহ সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান রিপন,সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান রিপন,সাংস্কৃতিক সম্পাদক হাজী শাহাবুদ্দিন শাহাদ,ধর্ম বিষয়ক সম্পাদক আতাউর রহমান রিপন মুন্সী,দ্যা ম্যাক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি সাগর আহমেদ আরিফ,ম্যাগপাই ক্লাব মুন্সীগঞ্জের সভাপতি মোঃ মাহবুব ভূঁইয়া তুহিন,সাধারণ সম্পাদক মোঃ আকিব হাসান সিফাত, আনোয়ার হোসেন সনি ও মাসুদ রানা প্রমুখ। উল্লেখ্য গত ৩৮ বছর যাবত নবোদয়ের উদ্যোগে থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
Leave a Reply