আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

মিরকাদিমে ঝলক হত্যাকান্ডের মামলার আসামীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টারঃ
মিরকাদিম পৌরসভার কাউন্সিলর পুত্র সম্রাট ঝলক হত্যাকান্ডে মামলার আসামী মোঃ ঝিল্লুর বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মিরকাদিম লঞ্চঘাটের ইজারা ও আধিপত্য বিস্তার নিয়ে পৌরসভার নৈদিঘীর পাথর এলাকায় জিুল্লুর গ্রুপের সঙ্গে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ এপ্রিল বুধবার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় ওই বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাউন্সিলর লিটনের পুত্র সম্রাট ঝলককে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করে নিহত ঝলকের বাবা কাউন্সিলর লিটন। সেই ঘটনার পর থেকে প্রতিপক্ষ উত্তেজিত হয়ে ঝিল্লু সহ মামলার অন্যান্য আসামীদের বাড়িঘর ভাংচুর, লুটপাট চালায়। ভাঙচুর, হামলা ও লুটপাট করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন করে বলে জানান মামলার আসামী ঝিল্লুর পরিবার। পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল যে ঘটনাটির সূত্র ধরে মামলা হয়েছিল সে বিষয়ে আমরা অবগত ছিলাম না। পরবর্তীতে ঝলকের মৃত্যুর পরে ঝিল্লুকে অভিযুক্ত করে মামলা দেওয়া হয়েছে। তখন আমরা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাই। এ সুযোগে তৃতীয় একটি পক্ষের উসকানিতে বাদীরা আমাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে সব মালামাল ও আসবাবপত্র নিয়ে যায়। সঠিক তদন্তেরর মাধ্যমে আমাদের বাড়িতে ফিরিয়ে আনতে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এর আগে স¤্রাট ঝলক হত্যাকান্ডের আসামী মোঃ ঝিল্লু ও অপর আসামী সুমন গোয়াল (৪০) কে নারায়ণগঞ্জের রুপগঞ্জের মুড়াপাড়া এলাকা থেকে গত শুক্রবার গ্রেফতার করে র‌্যাব-১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :