মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে কোট হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আজ শনিবার (২৩ এপ্রিল) লৌহজং থানা পুলিশের বিশেষ অফিসার ফোর্স অভিযান পরিচালনার সময় উপজেলার দক্ষিন মেদিনীমন্ডল গ্রামের মো. আনিস বেপারীর ছেলে মো. সোহেল রানাকে (২৮), ৯ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে লৌহজং থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় এফআইআর নং-১৬, থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আজ কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।#
Leave a Reply