আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

কমলাপুরে তৃতীয় দিনের মতো চলছে ঈদের আগাম টিকিট বিক্রি

অনলাইন ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজধানী থেকে রেলপথে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তৃতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়।
রাজধানীর কমলাপুর রেল স্টেশনের নয়টি কাউন্টার থেকে দু’টি স্পেশালসহ ১৬টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।

মোবাইল অ্যাপসের মাধ্যমেও বিক্রি হচ্ছে টিকিট। অধিকাংশ ট্রেনের টিকিট ইতোমধ্যেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন টিকিট ক্রেতারা।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার সময় জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে- কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, ক্যান্টনমেন্ট, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :