স্টাফ রিপোর্টার: রামপালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামিনা মহসিন ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সিপাহীপাড়া পল্লীবিদ্যুৎ সংলগ্ন মন্ডলবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে জামিনা মহসীন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আক্তার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপালের সাবেক সাবেক চেয়ারম্যান আবু বক্কর মাদবর।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক শফিকুল ইসলাম শওকত, সাবেক ইউপি সদস্য মোঃ তারা মণ্ডল, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রহিম,স্থানীয় পঞ্চায়েত কমিটির উপদেষ্টা মো: আহসানউল্লাহ মন্ডল, মো: মনির হোসেন মন্ডল,মামুন মন্ডল,মো: সফিক, গোলাম মোস্তফা, ইকবাল হোসেন ও টুটুল খান সহ অন্যরা।এসময় প্রত্যেক পরিবারের মাঝে পোলাও চাল,সেমাই,চিনি,আলু ও পেয়াজ বিতরণ করা হয়।
Leave a Reply