স্টাফ রিপোর্টার: রামপালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য প্রয়াত এম শামসুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ধলাগাঁও দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মাদরাসাটির সাধারণ সম্পাাদক মো: সালাউদ্দিন হোসেন টুটুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার মোতোয়ালি মো: হাশেম দেওয়ান,অধ্যক্ষ মুফতি মো: হান্নান, সভাপতি আব্দুর রহমান সরকার, সহ-সভাপতি মো: সুজন দেওয়ান, কোষাধ্যক্ষ ডা. মো: বিল্লাল হোসেন ও দাতা সদস্য মো: পরাণ ঢালী সহ স্থানীয়রা। এসময় এম শামসুল ইসলাম, তার পরিবার, দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।
Leave a Reply