স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ কম আযের মানুষদের কাছে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জ সদরের রামপালে ২শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সমাজ সেবক পারভেজ বেপারী। বুধবার দুপুরে বল্লালবাড়ি মসজিদ প্রাঙ্গনে আনন্দের এ আয়োজন করা হয়। এতে ঈদ সামগ্রীর মধ্যে ছিলো- পোলার চাল, মুরগী,সেমাই,চিনি,তেল,ঘি,ডাল ও লবন।
এতে বল্লালবাড়ি পঞ্চায়েত কমিটির সভাপতি হাজি সানাউল্লাহ বেপারী,পুলিশের কর্মকর্তা সহ অন্যারা উপস্থিত ছিলেন। পারভেজ বেপারী বলেন, কম আয়ের মানুষদের সুখে দুখে সব সময় পাশে থেকে সাধ্যমত সহায়তা করে যেতে চাই। আমার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
Leave a Reply