মোঃ সাগর হোসেনঃ
সদ্যবিদায়ী মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন জেলা পরিষদের প্রশাসক হিসেবে বুধবার নিয়োগ পেয়েছে।
বিকেলে নিয়াগ পাওয়ার খবরটি ছড়িয় পড়লে জেলা পরিষদসহ গোটা জেলায় আনন্দের বন্যা বয়ে যায়। বৃহস্পতিবার জেলা পরিষদ প্রাঙ্গণে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক মোঃ মহিউদ্দিন কে জেলা পরিষদের কর্মকর্তা—কর্মচারীরাসহ সুশীল সমাজ ও শুভাকাঙ্কীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান। এছাড়াও বাংলাদশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (১২০৪৮) (আজহার—মতুর্জা—সেলিম) সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান, উপ—সহকারী প্রকৌশলী আবুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আক্রাম আলী, হিসাব রক্ষন কর্মকর্তা শাহাদাত হাসান রনি, সদর উপজলা ছাত্রলীগের সহ—সভাপতি শামীম হাসান প্রমুখ।
Leave a Reply