স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় প্রধান অতিথি।হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক এমপি মো. জামাল হোসেন। এতে জাতীয় পার্টির মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বাতেনের সভাপতিত্বে ও জাতীয় পার্টি মুন্সীগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. নোমান মিয়া, জেলার জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাত,হাবিবুর রহমান সেলিম,সাংগঠনিক সম্পাদক এফ এম আরিফুজ্জামান দিদার,জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদাল হোসেন ও গজারিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামিম ফরাজী প্রমুখ। এতে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply