মোঃ সাগর হোসেনঃ
থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেসে প্রয়াত সাংস্কৃতিক কর্মীদের স্মরণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। ইফতার মাহফিল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এক সৌহাদ্য পূর্ণ মুহুর্ত তৈরী হয়। ইফতারের আগে প্রয়াত সাংস্কৃতিক কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। পরে সকলে একসাথে বসে ইফতার সম্পন্ন করেন। থিয়েটার সার্কেলের সভাপতি শিশির রহমানের সভাপতিত্বে ও সুদীপ দাস দীপের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি খালেদা খানম, বীরমুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অভিজিৎ দাস ববি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির, অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, আরিফ মোড়ল, হুমায়ূন ফরিদ, সালাউদ্দিন বাবুল, বাসু দেব হালদার, শামসুদ্দিন খান হিরু, চিত্র নায়ক আশিক চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply