স্টাফ রিপোর্টার: সারাদেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার এর অংশ হিসেবে, ভি জিএফ কর্মসূচীর আওতায় মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব কর্তৃক প্রত্যেক কাউন্সিলরকে ৩’শ জনের ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নার্গিস আক্তার নির্বাচনী এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু করেন। ভিজিএফ বিতরণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালেক্টরেট কিশলয় স্কুলের প্রধান শিক্ষক নারীনেত্রী খালেদাজিয়া খানম, সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন,সমাজ সেবক, কাউন্সিলর মোঃ সোহেল রানা রানু, আওয়ামী মোটর চালকলীগের সভাপতি
মোঃ আওলাদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, পৌর কর্মকর্তা মোঃ জহির গাজী, মনির হোসেন,মোঃ রাজন ও পার্থক্য ফাউন্ডেশনের সভাপতি রিয়াজ উদ্দিন রায়হান প্রমুখ। এ কর্মসূচির মাধ্যমে ১,২,ও ৩ নং ওয়ার্ডের ৩ শতাধিক মানুষ এ সহায়তা পেয়ে খুশি হন।
Leave a Reply