মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জ জেলা সাবেক ও বর্তমান ছাত্রলীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় শহরের ফ্রেন্ডস কিচেন এন্ড পার্টি প্যালেসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
এক স্থানের সাংসদ, জনপ্রতিনিধি, ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের উপস্থিতি ইফতার মাহফিলে যোগ করে এক সৌহাদ্য পূর্ণ মুহুর্ত। পরে সকলে একসাথে বসে ইফতার সম্পন্ন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, আসাদুজ্জামান সুমন, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর নার্গিস আক্তার, মিরকাদিম পৌর কাউন্সিলর আওলাদ হোসেন সহ আরো অনেকে।
Leave a Reply