স্টাফ রিপোর্টার:
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বাংলাবাজারগামী পদ্মা সেতুর কাছে ১১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট তলা ফুটো হয়ে ডুবির ঘটনা ঘটেছে। শনিবার(৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
যানাযায়, শনিবার সকালে শিমুলিয়া থেকে বাবু নামের একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর অতিক্রম করে বাংলাবাজার চ্যানেলের কাছে আসলে ঢেউয়ের ধাক্কায় তলা ফুটো হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল জানান,স্পিডবোটের তলা ফুটো হয়ে ভিতরে পানি প্রবেশ করছিলো। তখন তারাতারি বোটটি চরে ভেড়ানো হয়। এবং সকল যাত্রীদের নিরাপদে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছে দেয়া হয়।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানান, ডুবে যাওয়া স্পিডবোটে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ১১ জন যাত্রীর কোন ধরনের সমস্যা হয়নি এবং কেউ নিখোঁজ নেই।
কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটির সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত বা নিখোঁজ নেই।#
Leave a Reply