বরিশাল বিভাগের ১৭০টি মসজিদে ঈদুল ফিতরের আগাম জামাত অনুষ্ঠিত হবে সোমবার। নগরীর বিভিন্ন মসজিদে সকাল ৯টা সহ কাছাকাছি সময়ে এসব ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহ সুফি দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে তাল মিলিয়ে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করেন তারা।
বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী শাহ সুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিন সিকদার জানান, নগরীর ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, দপদপিয়া, বাউফল, বগা, নিশানবাড়িয়া, রাঙ্গাবালী ও বরগুনার ডাবুয়াসহ বিভাগের ১শ’ ৭০টি মসজিদে সোমবার ঈদের জামাত আদায় করবেন তারা। এ জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। নামাজ শেষে অন্যান্য বছরের মতো ঈদের আনুষ্ঠানিকতা পালন করবেন। বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ সোবাবার ঈদ উদযাপন করবেন বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply