আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

ইতালিতে ছুটি না থাকায় ঈদ জামাতে ছিলেন না অনেক বাংলাদেশী

 

ডেস্ক রিপোর্ট

ঈদের দিন সরকারি ছুটি না থাকায় স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও ইতালিতে বিভিন্ন স্থানে হওয়া ঈদ জামাতে অংশ নিতে পারেননি অনেক বাংলাদেশি।

কোভিড-১৯ সংক্রমণ শুরু হওয়ার পর এবারই প্রথম সকল বিধিনিষেধ ছাড়াই দেশটিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় সোমবার সকালে দেশটির রাজধানী রোমের পিয়াজ্জা ভিত্তোরিও-র খোলামাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও দেশটির বিভিন্ন স্থানে প্রবাসী বাঙালি কমিউনিটির উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসময় ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি আফ্রিকা, পাকিস্তান ও মরক্কোসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন।

স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ না থাকায় দীর্ঘ দুইবছর পর ঈদের নামাজের পর একে অপরের সাথে আলিঙ্গন করতে দেখা যায়।

এসময় রোমের পিয়াজ্জা ভিত্তোরিও-র অস্থায়ী ঈদগাহে প্রবাসী বাংলাদেশিদের সাথে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান ঈদের জামাতে নামাজ পড়েন।

এসময় তিনি বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান।

এছাড়া একইদিনে ইতালির বাণিজ্যিক রাজধানী মিলান, বন্দর শহর নাপোলি ও ভাসমানশহর ভেনিসসহ বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের জামাতে নামাজ পড়েন করেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রায় প্রতিটি স্থানেই পুরুষদের পাশাপাশি নারীদেরও ঈদের জামাতে অংশ নেওয়া বিশেষ ব্যবস্থা ছিল।

এসময় মিলানে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী রুহুল আমিন শুভ বলেন, “এবছরই প্রথমবারের মতো পরিবার ছাড়া বিদেশে ঈদ পালন করছি। পরিবার দূরে রেখে ঈদ পালনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। দেশের ঈদ আর বিদেশের ঈদের অনেক পার্থক্য রয়েছে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :