স্টাফ রিপোর্টার: করোনাকাল কাটিয়ে দুই বছর পর মুন্সীগঞ্জ সদরের মহাকালি কেওয়ার কাজী খলিলুর রহমান (রহ.) পীর সাহেবের বাড়ি ঈদগাহ মাঠে গণ জমায়েতে ঈদের নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। এবার ঈদের নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। পাশাপাশি দু’বছর পর ঈদের আনন্দের দিনে সকল বন্ধু বান্ধব আত্মীয়,পরিচিত সকলে সকলের সাথে হাত মিলিয়ে মুছাফা করা ও কোলাকুলি করতে দেখা যায়। ঈদের দিনে এ ঈদগাহে সকাল ৮ টায় ঈদের জামাতে সাত সমাজের সহস্রাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করে। এতে ঈদের নামাজে ইমামতি করেন কাজী সাইফুর রহমান পীর এবং খুতবা পাঠ করেন কাজী মাওলানা মোঃ ফয়জুর রহমান পীর। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নিজাম সরদার, কাজী চপল, মোঃ আব্দুর রহমান নাঈম, মো: হাসান রোমান সহ স্থানীয়রা।
Leave a Reply