স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঝাউটিয়া গ্রাম থেকে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অমিত হালদার (৩০)। সে একই গ্রামের দশরথ হালদারের ছেলে। নিহত অমিতের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার রাত ৯টার দিকে ভাড়া বাসায় অমিতের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ নিয়ে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লৌহজং থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পারিবারিক কলহের কারণে যুবক অমিত আত্মহত্যা করে থাকতে পারেন।
Leave a Reply