স্টাফ রিপোর্টার: আরমান হোসেন (২০) নামের একটি ছেলে গত (০১মে ) রবিবার ভোর পাঁচটার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনি ইউনিয়নের রামশিং গ্রামের তার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পিতার নাম মোঃ আবু বকর। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিলো বেগুনি রংঙের পাঞ্জাবী সাদা প্যান্ট।
এই ব্যাপারে (৪ মে ২০২২) বুধবার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। যাহার ডায়েরী নম্বর ১৪৩। কেউ এ ছেলেটির সন্ধান পেয়ে থাকলে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।।
যোগাযোগ: মোঃ আবু বকর,
মোবাইল নম্বর ০১৭৫৪৪৬০৮১৬, ০১৪০০৩৫১৬৫৩
Leave a Reply