আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

শিমুলিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, ফেরি সচল

স্টাফ রিপোর্টার,

শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে বৈরি আবহাওয়ায় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া সকাল-সন্ধ্যা চলাচলকারী স্পীডবোট এমনিতেই বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল করছে।
তবে এর আগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বেড়ে যাওয়ায় দুপুর ২টা ৩৫ মিনিট থেকে বেলা ৩টা ৩৫ মিনিট পর্যন্ত এক ঘন্টা লঞ্চ ও স্পীডবোট বন্ধ রাখা হয়।

এই সমর ফেরি চলাচলও বিঘিœত হয়। তবে অবস্থা অনুকুলে থাকায় সব কিছু আবার স্বাভাবিক করা হয়। এই দুই নৌপথে সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করছিল। আর উভয় নৌ পথে ফেরি চলাচল করছে দিন রাত ২৪ ঘন্টা।
বিআইডবিøউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম সন্ধ্যায় জানান, বর্তমানে ছয়টি ফেরি চলাচল করছে। শিমুলিয়া বন্দর কর্মকর্তা ও বিআইডবিøউটিএর সহকারি পরিচালক শাহাদাত হোসেন জানান, ১ নম্বর স্থানীয় সঙ্কেত থাকলেও পদ্মা উত্তাল, ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে লঞ্চ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকুৃলে থাকলে বুধবার ভোর ৬টা থেকে লঞ্চ ও স্পীডবোট যথারীতি চলাচল করবে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :