আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

হাউজিং ব্যবসায়িদের মারামারি ২০ জন কারাগারে

বিশেষ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে হাউজিং ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ৬ শতাধিক টেঁটা বল্লম‌ উদ্ধারের ঘটনায় ২০ জনকে কারাগারে পাঠিয়েছেন মুন্সীগঞ্জের জুডিশিয়াল আদালত।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে তাদের মুন্সীগঞ্জ আমলি আদালত-২  এ হাজির করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইউসুফ তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে দুপুরে আটক ওই ২০ জনকে আদালতে প্রেরণ করে সিরাজদিখান থানা পুলিশ।

৯ মে সোমবার ভোরে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর, খাসকান্দী, চরপানিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।‌

আটক ব্যাক্তিরা হলেন, হাজী আব্দুল বাতেন (৫৫), মো. দেলোয়ার  (২৮), আরমান হোসেন (২৪), মো. মোবারক হোসেন (৫২), মো. মিরাজ হোসেন (২২),  শাহজালাল (৩৬), কামাল (৪২), জামাল (৩৩), কাজল (২১), সমা মিয়া (৪৮), শরিফ হোসেন (৩০), তাহের মিয়া (৩৮), তৈয়ব আলী (৫২), সুজন (২৪), রূপচান মিয়া (৬৫), মো. নুরু মিয়া (৫৯),  আসলাম হোসেন (২৬), রিপন (২৪), আঃ রব (৫৫) ও‌ আলাল (১৯)।

উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি, চরপানিয়া, চান্দের চর মৌজায় প্রায় ২০টিরও বেশি হাউজিং কোম্পানি আছে। এসব হাউজিং কোম্পানির জমি ক্রয়-বিক্রয়, মাটি ভরাটের টাকা ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে।

সম্প্রতি নিরাপদ সিটি হাউজিং কোম্পানি নিয়ে বাতেন গ্রুপ ও কামিজুদ্দিন কামু গ্রুপের মধ্যে বিরোধ দেখা দিলে গত শনিবার (৭ মে) রাত সাড়ে ১০টায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :