বিশেষ প্রতিবেদক।।
১০ মে মঙ্গলবার দুপুরে রাস্তা দখল করে করা হকার ব্যবসা উচ্ছেদ করা হলেও পরদিন ১১ মে বুধবার থেকে আবার বেদখল সরকারি রাস্তার দুপাশ।
স্থানীয়রা জানান, দখলকাররা স্থানীয় তারা নিজেরা কাউকে পাত্তা দেয় না। কেউ কিছু বললে উল্টো তেরে আসে মারধর করে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা জোর জবরদস্তি দখল করে ব্যবসা করে। রাস্তার উপর ব্যবসা করায় সারাদিন যানজট লেগেই থাকে।
ইতিপূর্বে কয়েকবার উচ্ছেদ অভিযান চললেও আবার দখলে নিয়েছে এই দখলদাররা। থানা পুলিশের সামনেই তারা রাস্তার উপর দখল করে ব্যবসা করছে।
Leave a Reply