আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

এবার হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬২ হাজার

অনলাইন ডেস্ক:
করোনা মহামারির প্রকোপের মধ্যে দুই বছর বন্ধ থাকার পর এবার বাংলাদেশিরা হজের সুযোগ পাচ্ছেন। তবে অন্যান্য বছরের তুলনায় সর্বনিম্ন প্যাকেজে খরচ বেড়েছে লাখ টাকার বেশি। এবার চার লাখ ৬২ হাজার টাকার কমে কেউ হজে যেতে পারবেন না।
বুধবার (১১ মে) দুপুরে সচিবালয়ে এবারের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
এবারও দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন প্যাকেজ চার লাখ ৬২ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে সর্বনিম্ন খরচ হবে পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা।
প্রতিমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১০০০ মিটারের মধ্যে অবস্থান করবেন। আর প্যাকেজ-২ এর যাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :