বিশেষ প্রতিনিধি (নাজমুল মোল্লা)।।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সদর রোডের দুই পাশে অবৈধ ভাবে দখলে থাকা হকারদের উচ্ছেদ করা হয়েছে। থানা রোড থেকে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ও কাজী মার্কেটের সামনে থেকে কলেজ রোডের আড়ৎ পর্যন্ত উচ্ছেদ অভিজান চলে। অবৈধ দখকারকরা উপজেলা সদরের বাশবাড়ী, মাঝি বাড়ী ও সোনারংয়ের তারা ব্যাক্তিগত প্রভাব খাটিয়ে ব্যস্ত রাস্তাটা যানজট লাগিয়ে রাখতো। হকারদের থেকে নিয়মিত চাদা আদায় করে তা মাদক সেবিরা বাটোয়ারা করে নিয়ে হকারদের সেল্টার দিত।বিশেষ করে ১৫ থেকে ২০টি ভ্যান নিয়মিত রাস্তার উপর দাড় করিয়ে ব্যবসা করতো। মঙ্গলবার উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও থানা পুলিশের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান চলে। অবৈধ দখলদার উচ্ছেদ হওয়ায় স্থানীয় বাসিন্দারা আনন্দিত।
Leave a Reply