আজ ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৩

নিজস্ব  প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ নিহত ২ ও ৩ জন আহত ৩ হয়েছে। বুধবার সকল ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপজেলার মাশুরগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় একটি অজ্ঞাত প্রাইভেটকার মো. আজাদ শেখ (৪১) নামে এক আনসার সদস্যকে পিছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আজাদ মাশুরগাঁও গ্রামের আব্দুর রহমান শেখের পুত্র।

অপরদিকে দুপুর ২ টায় শ্রীনগর চকবাজার ডাকবাংলো মোড়ে মালবাহী একটি ট্রাক যাত্রী বোঝাই অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই কিশোর নুরনবী (১৪) মারা যায়। সে একই উপজেলার ষোলঘর এলাকার নূরুল হকের পুত্র। এ সময় এলাকাবাসী আহত তুষার (১৭), রুবেল (২৫) ও জিহাদকে (১৮) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শ্রীনগর থানার এসআই মো. জাকির জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :