ষ্টাফ রিপোর্টার:
টঙ্গীবাড়ীর ধীপুর ইউনিয়ন আন্তঃ সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধ বার সকাল ১০টা থেকে ধীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিযোগিতা শেষে স্কুল অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ আন্জুমান আরা বেগম উপজেলা শিক্ষা অফিসার, উপদেষ্টা অতিথি আলহাজ¦ আক্তার হোসেন মোল্লা চেয়ারম্যান ধীপুর ইউনিয়ণ পরিষদ, বিশেষ অতিথি লোকমান হোসেন মাল, মাসুদ শরীফ, ধীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিবুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবাশীষ সিংহ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা।
ধীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর শিক্ষার্থী টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলমের কন্যা আজমিন শেখ গ্রামীন বউ সেজে উপস্থিত সকলের নজরকারে। যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আজমিন প্রথম হয়েছেন।
ধীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিবুল্লাহ জানান, করোনার কারনে দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। বন্ধ ছিল শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপর্যয় কমার পর আবার ছোট ছোট শিক্ষার্থীদের পদচারনায় শিক্ষাঙ্গন মুখর। শিক্ষার্থীদের স্বতস্ফত অংশ গ্রহন অভিভাবকদের উৎসাহ সত্যিই খুব ভালো লাগছে।
Leave a Reply