মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী অঙ্কনের মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। শুক্রবার পৌরসভার রনছ পারুলপাড়া এলাকায় নিহতের বাড়িতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা ও শোক প্রকাশ করেন। এসময় অঙ্কন দত্তের বাবা নির্মল দত্ত কান্নায় ভেঙ্গে পড়েন। অশ্রæশিক্ত চোখে তাঁর ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। জড়িত হত্যাকারীদের আইনের আওতায় এনে প্রশাসনের কাছে সর্বোচ্চ শাস্তির দাবি করেন এমপি মৃণাল কান্তি দাস। তাঁর মৃত্যুতে স্থানীয় এলাকাবাসী সবাই আতংকে দিন কাটাচ্ছেন। এখন পর্যন্ত কোনো আসামী গ্রেফতার করতে না পাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রশাসনের কাছে কয়েক শতাধিক শিক্ষার্থীদের নিরাপত্তা চেয়েছেন পরিবারের সদস্যরা।
এর আগে বুধবার (১৮ মে) ভোরে গুরুতর আহত অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত অঙ্কন দত্ত (১৭) এক মাস ১৩ দিন চিকিৎসাধীন ছিলেন। মাঝখানে কিছুটা সুস্থ হলেও পুনরায় শারিরীক জটিলতা দেখা দিলে পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই গত ৫ দিন আইসিইউতে ছিলেন তিনি। নিহত স্কুল শিক্ষার্থী মুন্সীগঞ্জ শহরের রনছ পাড়ুলপাড়া এলাকার নির্মল দত্তের ছেলে ও স্থানীয় কে. কে. গভ. ইন্সটিটিউটের চলতি বছরের এস এস সি পরীক্ষার্থী। পরিবার জানায়, গত ৭ মার্চ বিকালে প্রাইভেট শেষ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তুলে নিয়ে তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলো সে ।
Leave a Reply