আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

লৌহজংয়ে বিএনপির নেতা বাচ্চু তালুকদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরনসভা


মো শওকত হোসেন:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দ্যোগে, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু তালুকদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মে) উপজেলা হাড়িদিয়া গ্রামে   রিপন তালুকদারের বাড়িতে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শাহ্ জাহান খানের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হাবীবুর রহমান অপু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তানভীর আহমেদ অভির যৌথ সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী জেলা বিএনপির আহবায়ক আব্দুল হাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় আরোও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শওকত বেপারী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শাহ্ আলম শিকদার, কনকসার ইউনিয়র বিএনপির সভাপতি শাহ্ কামাল ঢালী, গাঁওদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মো. সিদ্দিক মোল্লা, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শহীদ মজুমদার, জেলা জাসাস সাধারন সম্পাদক আশরাফ উদ্দীন খান প্রমুখ।
শেষে বিএনপির প্রয়াত নেতা নজরুল ইসলাম বাচ্চুর তালুকদারের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :