আজ ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ :

সিরাজদিখানে কর্মসংস্থান হবে ৮০ হাজার মানুষের -শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন

সিরাজদিখানে কর্মসংস্থান হবে ৮০ হাজার মানুষের
মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শণে –শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন

সালাহউদ্দিন সালমান। 
আগামী ডিসেম্বরে পাইলিং ও দেয়াল নির্মাণ কাজ সম্পন্ন হবে। এখানে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে সব মিলিয়ে পরোক্ষভাবে সাড়ে ৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জে বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শণে এসে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলার সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালি, কামাড়কান্দা ও চিত্রকোট মৌজার ৩০৮.৩৩ একর জমিতে বিসিক কেমিক্যাল শিল্পপার্ক স্থাপনে প্রকল্প অনুমোদন পায় একনেকে এর ব্যয় ধরা হয়েছিলো ১ হাজার ৩ কোটি টাকা। এবং ২০২১ সালে জমি ভরাটের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। বিসিক কেমিক্যাল শিল্পনগরী আগামী সেপ্টেম্বরের মধ্যে বালু ভরাটের কাজ শেষ হলে পরবর্তি তিনমাস ডিসেম্বরের মধ্যে পাইলিং ও দেয়াল নির্মাণ কাজ শেষ করতে হবে বলে মন্ত্রী জানান।
এ সময় সাথে ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহম্মদ মাহবুবুর রহমান, আঞ্চলিক পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ন সচিব আনোয়ারুল আলম, উপসচিব হারুন অর রশিদ, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রকল্প পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলম তানভীর, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, সহকারি পুলিশ সুপার রাশেদুল ইসলামসহ অনেকে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ এপ্রিল মুন্সীগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নে ৩০৮ একর জমিতে বিসিক কেমিক্যাল শিল্প পার্ক তৈরির প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। যার নাম দেওয়া হয় মুন্সীগঞ্জ বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াাল পার্ক সংশোধিত প্রকল্প। প্রক্রিয়া শুরুর পর কেটে গেছে ১৮ মাস। এছাড়া পাশেই ১০০ একর জায়গায় মুদ্রণ শিল্প পার্ক তৈরীর প্রকৃয়া সম্পন্ন এবং একই উপজেলার বড়বর্তা গ্রামে ৫০ একর ভূমি প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরীর জন্য অধিগ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ :