স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জ সদরের রামপালে স্ত্রী ও দুই কন্যা ও এক সন্তান রেখে কিস্তির টাকা নিয়ে পরকিয়া প্রেমিকা নিয়ে পালিয়েছেন এক স্বামী। পানহাটা গ্রামের খলিল শেখের পুত্র একই এলাকার মোকলেছ শেখের বিবাহিতা কন্যা আকলিমা(৪০) এর সাখে পরকীয়া সম্পর্কে জড়িয়ে শনিবার ভোরে পালিয়ে যায়। সরেজমিনে গিয়ে জানা যায়,এসময়
ঘরে থাকা কিস্তির উঠানো নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, তার স্ত্রীর তিন ভরি স্বর্ণ নিয়ে অন্য স্থানে পালিয়ে যায়। জানা যায়, দিপু শেখের ৮ লাখ লাখ টাকার একটি ঋণএ রয়েছে। পরকীয়ার এ ঘটনা পানহাটায় নানান কৌতূহলের সৃষ্টি করেছে। স্ত্রী সন্তান রেখে পরকীয়ায় অন্য নারীকে নিয়ে লাপাত্তা হওয়ায় পানটায় বইছে সমালোচনার ঝড়।
দিপু শেখের স্ত্রী লিপি বেগম বলেন, বিবাহিত জীবনে আমাদের ২৩ বছরের ঘর-সংসার। আমাদের দুই মেয়ে এক পুত্র সন্তান সন্তান রয়েছে। দিপু শেখের বহু নারীদের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে।সে ছেলেমেয়েদের খোঁজ-খবর নেয় না এবং আমাদের ঠিকমতো ভরণপোষণ দেয় না। বেশ কিছুদিন ধরে পানহাটা এলাকার মোকলেছ শেখের বিবাহিতা কন্যা আকলিমা(৪০) এর সাথে তার পরকীয়া সম্পর্ক রয়েছে। গত শনিবার ভোরে আকলিমা বেগমের মদদে ও প্রচোরণায় আমি ও আমার সন্তানরা ঘুমন্ত অবস্থায় থাকলে কাউকে কিছু না বলে ঘরে থাকা কিস্তির উঠানো নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও আমার ব্যবহৃত তিন ভরি স্বর্ণ নিয়ে অন্য স্থানে পালিয়ে যায়। আমার স্বামীর ৮ লাখ লাখ টাকার একটি ঋণ আছে। পরবর্তীতে আকলিমার বাড়িতে খোঁজখবর নিতে গেলে তার ভাই আমাকে আজেবাজে কথা বলে হুমকি-ধামকি প্রদান করে। বর্তমানে আমি আমার দুই মেয়ে ও এক ছেলে সন্তান অসহায় হয়ে পড়েছি। এসময় তাকে ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন লিপি বেগম। এ বিষয়ে এই গৃহবধূ গত শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
Leave a Reply