মোঃ সাগর হোসেনঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে জেলা পর্যায়ের এই টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে লৌহজং উপজেলা বালিকা দল বনাম গজারিয়া উপজেলা বালিকা দল। এতে ২-১ গোলে গজারিয়াকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন লৌহজং দল। দ্বিতীয় ম্যাচে লৌহজং বনাম গজারিয়া বালক দলের মধ্যে খেলা হয়। এতে ২-০ গোলে গজারিয়াকে হারায় লৌহজং বালক দল।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনিছউজ্জামান আনিছ, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। অন্যান্যদের মাঝে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ কামরুল ইসলাম খান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোঃ আল জুনায়েদ, শ্রীনগর ইউএনও প্রণব কুমার ঘোষ, টংগিবাড়ী ইউএনও রুমানা তানজিন অন্তরা, সিরাজদিখান ইউএনও মোঃ শরীফুল আলম তানভীর, লৌহজং ইউএনও আব্দুল আউয়াল, গজারিয়া ইউএনও জিয়াউল ইসলাম চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার আখিনূর জাহান নীলা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন,
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, কাউন্সিলর মকবুল হোসেন, ক্রীড়া সংগঠক সুমন লাল, শ্রমিকলীগ নেতা আবুল কাশেম, সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক হুমাইয়ারা আক্তার রিমা, স্বেচ্ছাসেবক লীগ নেত্রী শিউলী শবনাম প্রমুখ। টুর্নামেন্টের ফিকচার অনুযায়ী ৬ উপজেলা ও মুন্সীগঞ্জ পৌরসভা দলের মধ্যে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় মুন্সীগঞ্জ স্টেডিয়ামে মুন্সীগঞ্জ সদর বনাম মুন্সীগঞ্জ পৌরসভা বালক ও বালিকা দলের খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply