চ্যাম্পিয়ন পাওয়ার হিটার ক্লাব
মোঃ সাগর হোসেনঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নে চর আব্দুল্লাহ্ উন্নয়ন ও পঞ্চায়েত কমিটির সৌজন্যে চেয়ারম্যান কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ্ মাঠে এ ফাইনাল খেলায় পাওয়ার হিটার ক্লাব বনাম সুপার ফাইটারস ক্লাব মুখোমুখি হয়। এতে ৬ উইকেটে সুপার ফাইটারস ক্লাবকে হারিয়ে পাওয়ার হিটার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জাকঁজমকপূর্ণ এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সোহরাব হোসেন বেপারী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি হাজী মোঃ জালালউদ্দিন রুমি (রাজন)।
চর আব্দুল্লাহ পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ইউপি সদস্য কমল উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস, আওয়ামী লীগ নেতা আলী হোসেন সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের ছাত্র ও বৃত্তি বিষয়ক সম্পাদক হাসিফ মোঃ রাফিউ প্রমুখ।#
Leave a Reply