আইরিন আলমঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় বাল্যবিবাহ, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, গুজব, শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়াম কক্ষে এ কর্মশালাটি শিক্ষনীয় বিষয়ে আলোচনা করা হয়।
কর্মশালাটি জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী থানা অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাহিদ খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাছিমা আক্তার প্রমুখ।
দিনব্যাপি কর্মশালায় বাল্যবিবাহ, যৌতুক, মাদক, জঙ্গিবাদ, গুজব, শিশু ও নারী সহিংসতা প্রতিরোধে করনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলোচকরা। জেলা তর্থ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
Leave a Reply