-
- টঙ্গীবাড়ী
- প্রধানমন্ত্রীর উদ্ভাবনী ১০টি উদ্যোগ নিয়ে টঙ্গীবাড়িতে প্রশিক্ষন কর্মশালা
- আপডেট : জুন ১৪, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ
- 15 বার পঠিত
আবু বাক্কার মাঝিঃ
প্রধানমন্ত্রীর উদ্ভাবনী ১০টি উদ্যোগ নিয়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন মঙ্গলবার উপজেলা শিল্পকলা একাডেমি হলরুমে গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধান মন্ত্রীর কার্যালয়ের সার্বিক সহযোগিতায়, উপজেলা প্রশাসন আয়োজিত কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড নাসিমা আক্তার। উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠান, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, প্রেসক্লাব, এনজিও, রাজনৈতিক দল, ধর্মীয় প্রতিষ্ঠান, সংখ্যালঘু, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর ৫০ জন ব্যাক্তি অংশ গ্রহন করেন। কর্মশালায় নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদুৎ বিষয়ে সমস্যা ও সমাধান নির্ধারন করে উপস্থিত অংশ গ্রহনকারীগন।
Leave a Reply