মাহিন হোসেনঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে মুন্সীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোঃ আল জুনায়েদের সভাপতিত্বে প্রধান অতিথি হয়ে কর্মশালার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
কর্মশালা উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল হাসান মারুফ। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ কর্মশালায় অংশ নেন উপজেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিরা এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, এনজিও, রাজনৈতিক দল ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
প্রধান অতিথি এমপি মৃণাল কান্তি দাস প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগের উপর আলোকপাত করে উদ্যোগসমূহ বাস্তবায়নে বাংলাদেশের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন। এছাড়াও তিনি সরকারের সকল দপ্তর ও বিভাগসমূহের প্রতিনিধিদের উদ্যোগসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেন।
দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীদের ১০টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রত্যেক গ্রুপের সদস্যরা তাদের জন্য নির্ধারিত প্রধানমন্ত্রীর ১টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন সদর উপজেলায় সেই উদ্যোগটি বাস্তবায়নে চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করেন এবং সম্ভাব্য সমাধানসহ উদ্যোগসমূহের প্রচারে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে গ্রুপভিত্তিক উপস্থাপনা দেয়া হয়।#
Leave a Reply