মোঃ সাগর হোসেন
মুন্সীগঞ্জের গজারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস আনুষ্ঠানিকভাবে এ ভিত্তি প্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নেকী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
Leave a Reply