স্টাফ রিপোর্টার: আধারা ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট (২০২২) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে বকুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে
বালকদের বিভাগে বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জাজিরা কুঞ্জনগর পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন এবং বালিকাদের বিভাগে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে টেপিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধারা ইউপি সচিব মিজানুর রহমান। এতে সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার আলামিন হাওলাদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন, বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন লিটন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও সামাজিক ও রাজনীতিক ব্যক্তিবর্গ।
Leave a Reply