সভ্যতার আলেো ডেস্ক: বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের সহযোগী সংগঠন “আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্র” আয়োজিত রবীন্দ্র পাঠচক্র চলছে গত এপ্রিল মাস থেকে। গত শুক্রবার (১৭ জুন) আগমনীর ৭ম রবীন্দ্র পাঠচক্র অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ জেলা সদরের মিরকাদিম পৌর মাঠে। এবারে ৭ম রবীন্দ্র পাঠচক্রে আগমনীর নির্ধারিত বই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক “রক্তকরবী”।
“রক্তকরবী” নাটকের পাঠচক্রে উপস্থিত ছিলেন আগমনীর সভাপতি রাজ মল্লিক, সদস্য রবিউর রহমান হৃদয়, আব্দুর রাব্বী, সৌরভ কর্মকার, আমেনা, বিন্তি, সাইদুল হোসেন আল আমিন, সূচি ও মুঈন প্রমুখ।
এর আগে ধারাবাহিক ভাবে আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রে আরো ৬টি রবীন্দ্র পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। ১৫-৪-২০২২ তারিখে আগমনীর প্রথম পাঠচক্রের বই ছিল রবীন্দ্রনাথের কিশোরপাঠ্য সেরাগল্প। ২২-৪-২০২২ তারিখে অনুষ্ঠিত হয় ২য় পাঠচক্র, বইছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক “ডাকঘর”। ২৯-৪-২০২২ তারিখ অনুষ্ঠিত হয় তৃতীয় পাঠচক্র বইছিল রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ বড়গল্প।২০-৫-২২ তারিখে অনুষ্ঠিত হয় ৪র্থ পাঠচক্র বইছিল রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ ছোটগল্প।৩-৬-২০২২ তারিখে রবীন্দ্রনাথের প্রবন্ধে বই ” শিক্ষা” নিয়ে অনুষ্ঠিত হয় ৫ম পাঠচক্র। ১০- ৬- ২০২২ তারিখে অনুষ্ঠিত হয় রবীন্দ্র ৬ষ্ঠ পাঠচক্র, বইছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক “বিসর্জন”।
Leave a Reply