মোঃ সাগর হোসেনঃ
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ হলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের বিগ্রহ রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
শুভ রথযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজেলা শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ ৮ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার রাতে রথযাত্রা উৎসব উপলক্ষে শহরের বাগমামুদালীপাড়া শিতলা মন্দিরে আদিবাস কীর্তন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সমর কুমার ঘোষ, সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, সদস্য রঞ্জন কুমার সাহা সহ ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply