মোঃ সাগর হোসেনঃ
পূর্ব শত্রুতার জের ধরে লৌহজং উপজেলার নওপাড়া গ্রামে গত বুধবার ৩০ জুন রাতে দুইজনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় শনিবার বিকেলে লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, উপজেলার ভরাকর গ্রামের মৃত সাইজুদ্দিন শেখের পরিবারের সঙ্গে নওপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।
বুধবার রাতে সাইজুদ্দিন শেখের ছেলে মোঃ নুরু শেখ ও তার বন্দুরা বালিগাঁও বাজারের উদ্দেশ্যে রওনা হলে নওপাড়া এলাকায় এসে পৌঁছলে পূর্ব পরিকল্পিতভাবে তুহিন খন্দকারের নেতৃত্বে একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় চাপাতির আঘাতে নুরু শেখের হাত গুরুতর জখম হয়। ১৬০ টি সেলাই পড়ে তার হাতে। এসময় তার বন্ধু মুরাদ মোল্লা, অমিদ, ইউসূফ শেখ, রুস্তম শেখ ও কাবুল আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় নুরু শেখের ভাই সুজন বাদী হয়ে লৌহজং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুজন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আমার ভাই ও তার পাচঁ বন্ধুকে আহত করেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে বলে হয়েছে বলে জানিয়েছে লৌহজং থানা পুলিশ।
Leave a Reply